রাত শেষ হতেই মাঠ মুখী জনতা : জয়ের প্রত‍্যাশা নিয়েই রাত জাগলো ব্রিগেড

28th February 2021 8:15 am কলকাতা
রাত শেষ হতেই মাঠ মুখী জনতা : জয়ের প্রত‍্যাশা নিয়েই রাত জাগলো ব্রিগেড


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : রাত শেষ হয়ে সূর্য উঠতেই পায়ে পায়ে মাঠ মুখী জনতা । সূর্যদেব যত প্রকাশ‍্যে আসছেন মাঠ মুখী জনতার ব্রিগেড তত ই বাড়ছে । আজ " ব্রিগেডে মিটিং হবে " ! গতকাল থেকেই দূরদূরান্ত এর জেলা থেকে মহানগরে এসে পা রেখেছেন হাজার হাজার মানুষ । পুরুষ মহিলা নির্বিশেষে এমনকি শিশুকে বুকে জড়িয়ে মা এসেছেন সমাবেশের পথে । নিজের চোখে ব্রিগেড দেখার ইচ্ছা নিয়ে এসেছেন বহুজন । ভিন রাজ‍্য থেকে আসছেন পরিযায়ী শ্রমিকরাও । ব্রিগেডের গণ সমাবেশ থেকে উত্তাপ নিতে চান সকলেই । শীতের শেষে তুষার গলানো উত্তাপ থেকেই হয়তো পথ চলতে চাইছেন আগামীদিনে । রাত জেগে অপেক্ষা করেছেন তারা । রাত জেগেছে ব্রিগেড ও । পতাকা , ব‍্যানার , ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে গোটা মাঠ । প্রস্তুত মঞ্চ । ভিক্টোরিয়ার দিকে তৈরী করা হয়েছে সমাবেশের ১৮ ফুট উচ্চতায় মঞ্চটি ‌। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোট এর নেতৃত্বরা হাজির হবেন । লাখো লাখো মানুষের সামনে কি বক্তব‍্য রাখেন তাঁরা তার দিকেই তাকিয়ে সকলে । তার থেকেও বড় কথা দীর্ঘ সময় পরে ব্রিগেড মাঠ ভরবে কমরেডদের উপস্থতিতে । তা দেখার জন‍্য ই মালদার এক প্রত‍্যন্ত গ্ৰাম থেকে এসেছেন সৈয়দ মীজানুর । আছেন আরো বহুজন । সময় যত গড়াচ্ছে ব্রিগেড মুখী মানুষের সংখ‍্যা বাড়তে শুরু করেছে । সামনে থেকে শুনতে হবে নেতৃত্বের বক্তব‍্য তাই একেবারে মঞ্চের কাছাকাছি জায়গা দখলের চেষ্টা । রুটি , আলুর দম আর লাড্ডু দেওয়া হয়েছিলো রাতে অস্থায়ী ক‍্যাম্পে এসে যারা গতকাল থেকে অপেক্ষা করেছেন ব্রিগেডের জন‍্য । বাড়ি বাড়ি মহিলারা তৈরী করেছেন রুটি তরকারি । ব্রিগেডের " কমরেড " দের হাতে দেওয়া হয়েছে সেই খাবার । খাওয়ার থেকেও আনন্দ বেশী ব্রিগেড এর ডাকে সাড়া দিয়ে । আলো ফুটতেই তাই একটাই পথ মিশে গেছে ব্রিগেড প‍্যারেড গ্ৰাউন্ডে ।

ছবি : সংগৃহিত





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।